ইউপি চেয়ারম্যানের একি কান্ড !

গৌরনদী উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক, প্রভাবশালী বিএনপি নেতা ও  মাহিলাড়া ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ারা সাদাত তোতার গত ২৫ জুলাইয়ের স্বাক্ষরিত দরপত্র আহবানে জানা গেছে, উন্নয়ন সহযোগী ডানিডার আর্থিক সহযোগীতায় হাইসাওয়া ফান্ডের মাহিলাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে ১১ লক্ষ টাকা ব্যয়ে ৫৩ টি গভীর নলকুপ স্থাপনের জন্য দরপত্র বিক্রয়ের শেষদিন হিসেবে ১৫ আগস্ট অফিস চলাকালীন সময়কে ধার্য করা হয়। অথচ ওইদিন ছিলো সরকারি ছুটিরদিন।
স্থানীয় ঠিকাদার আনিচুর রহমান, লাল মিয়া সরদার, আবুল হোসেনসহ একাধিক ব্যক্তি জানান, জাতীয় শোক দিবসের দিনে সরকারি ছুটি ঘোষনা করার ফলে তারা ওইদিন দরপত্র ক্রয়ের জন্য সংশ্লিষ্ট অফিসে না গিয়ে পরেরদিন (১৬ আগস্ট) মাহিলাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যান। এসময় ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তারা দরপত্র বিক্রয়ে চেয়ারম্যানের বিধি নিষেধের কথা জানান। জাতীয় শোকদিবসের দিনে দরপত্র বিক্রয়ের শেষদিন ধার্য করা প্রসংঙ্গে তারা জানতে চাইলে চেয়ারম্যানের সিদ্ধান্তই চুড়ান্ত সিদ্ধান্ত বলে অফিস কর্মকর্তারা তাদের জানিয়ে দেন। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের দিন দরপত্র বিক্রয়ের শেষদিন ধার্য করায় ঠিকাদাররা ক্ষোভ প্রকাশ করেন। তারা পূর্ণরায় দরপত্র আহবানসহ জাতীয় শোক দিবসের দিনে দরপত্র আহবান করার শেষদিন ধার্য করায় রাষ্ট্রবিরোধীতার অভিযোগ এনে তার (ইউপি চেয়ারম্যানের) বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।