আগৈলঝাড়ার কলেজ ছাত্রীকে উত্যক্তকারী শিক্ষককে বহিঃস্কার

ক্ষুব্দ শিক্ষার্থীরা, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী ফ্লোরিয়া ঢালী শম্পাকে প্রেমের প্রস্তাবে দীর্ঘদিন থেকে উত্যক্ত করে আসছিলো একই কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক ফারুক ফকির। গত সোমবার দুপুরে কলেজের ক্লাশ চলাকালীন সময়ে শিক্ষক ফারুক মোবাইল ফোনে ফ্লোরিয়াকে কু-প্রস্তাব দেয়। বিষয়টি ফ্লোরিয়া কলেজের অধ্যক্ষ হেমায়েত উদ্দিনের কাছে লিখিত ভাবে জানান। মুহুর্তের মধ্যে এ ঘটনা কলেজ ক্যাম্পাসে ছড়িয়ে পরলে কলেজের শিক্ষার্থীরা ক্ষোভে ফেঁটে পরেন। তাৎক্ষনিক কলেজের শিক্ষার্থীরা একাধিক ছাত্রীকে উত্যক্তকারী শিক্ষক ফারুক ফকিরের অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। সমাবেশে বক্তারা অভিযুক্ত শিক্ষকের অপসারনের দাবি করেন। অন্যথায় তারা ক্লাশ বর্জনসহ কঠিন আন্দোলনেরও হুমকি দেন। এ ঘটনায় কলেজ ছাত্রী ফ্লোরিয়া ঢালী শম্পা বাদি হয়ে ওইদিন (সোমবার রাতে) শিক্ষক ফারুক ফকিরকে আসামি করে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন।
সূত্রে আরো জানা গেছে, অভিযুক্ত শিক্ষক উপজেলার বাকাল গ্রামের ফারুক ফকির ইতিপূর্বে একই কলেজের স্নাতক শ্রেনীর ছাত্রী নিলিমা বাড়ৈ, দ্বাদশ শ্রেনীর ছাত্রী সিমা বৈরাগিকে প্রেমের প্রস্তাবে একইভাবে উত্যক্ত করে আসছিলো। তার অব্যাহত উত্যক্তর কারনে সিমা বৈরাগিকে তার অভিভাবকরা সম্প্রতি পড়াশুনা বন্ধ করে বিয়ে দিয়ে দেন।
শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের অধ্যক্ষ হেমায়েত উদ্দিন জানান, উপরোক্ত অভিযোগের প্রেক্ষিতে কলেজ গবর্নিং বর্ডির সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ী অভিযুক্ত শিক্ষক ফারুক ফকিরকে গতকাল বুধবার সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে।  
আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অশোক কুমার নন্দি জানান, আসামিকে গ্রেফতারের জন্য জোড় প্রচেষ্ঠা অব্যাহত রয়েছে।