গৌরনদীর সাত ইউনিয়নে মুক্তিযোদ্ধাদের সমাবেশ – যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে প্রয়োজনে রাজপথে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে

নিজস্ব সংবাদদাতা, গৌরনদী ॥ নিজামী, মুজাহিদ, সাঈদী, গোলাম আজম, কাদের মোল্লাসহ অন্যান্য যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে প্রয়োজনে ’৭১-এর শক্তি আবার গর্জে উঠবে। আলবদর, রাজাকার ও যুদ্ধাপরাধীদের আইনের আওতায় এনে অনতিবিলম্বে ফাঁসির রায় ঘোষনা করতে হবে। অন্যথায় ’৭১-এর শক্তি (মুক্তিযোদ্ধাদের) রাজপথে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে। স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবঙ্গু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলায় কোন যুদ্ধাপরাধীদের ঠাঁই হতে পারেনা। সরকারের উদ্দেশ্যে কঠোর হুশিয়ারী উচ্চারন করে গতকাল সোমবার পৃথক ভাবে বরিশালের গৌরনদী উপজেলার সাত ইউনিয়নে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেছেন গৌরনদী উপজেলার নবনির্বাচিত মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন বালী।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে জনমত গঠনের লক্ষে গতকাল সোমবার পৃথক ভাবে উপজেলার সাতটি ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল নয়টায় উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন থেকে এ কর্মসূচীর শুভ সূচনা করা হয়। পর্যায়ক্রমে দিনব্যাপী বার্থী, চাঁদশী, মাহিলাড়া, বাটাজোর, সরিকল ও নলচিড়া ইউনিয়নে অনুষ্ঠিত সমাবেশে নবনির্বাচিত উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন। সমাবেশে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, আব্দুল হক ঘরামী, সুবেদার মেজর (অবঃ) মোঃ মোস্তফা, খান সামচুল হক, হাবিলদার (অবঃ) আব্দুর রাজ্জাক, মেজবা উদ্দিন আকন, সোহরাব হোসেন রাঢ়ী, গোলাম মোস্তফা, যুদ্ধচলাকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার এইচ.এম নজরুল ইসলাম প্রমুখ।