গুনিন পলের ভবিষ্যৎ কী?-প্রথম আলো-উইকিপিডিয়া

যুক্তরাজ্যের ব্যাংগোর ইউনিভার্সিটির গবেষক শেলাঘ ম্যালহাম বলেন, এ ধরনের অক্টোপাসগুলো আনুভূমিক ডোরা বা রেখার প্রতি আকৃষ্ট হয়। জার্মানির পতাকায় চওড়া ডোরা রয়েছে। এ ছাড়া স্পেনের পতাকায় উজ্জ্বল হলুদ ডোরা ও সার্বিয়ার পতাকার সাদা ও নীল রঙের বৈচিত্র্যও ওই দুই দেশের পতাকার প্রতি পলকে আকৃষ্ট করে তুলতে পারে। কিন্তু পলের আচরণকে নিয়মতান্ত্রিকভাবে পরীক্ষা করা যেত, যদি সেটি কয়েকবার একই ধরনের বাক্স পছন্দ করত। কিন্তু তা করার উপায় নেই। কারণ প্রতি খেলায় পল মাত্র একটি বাক্স পছন্দ করে।
কিন্তু এখন বিশ্বকাপ শেষ হয়ে গেছে। পলের ভবিষ্যৎ কী? যেটুকু তথ্য পাওয়া গেছে, তা থেকে বলা যায়, অক্টোপাসটি জীবনের বাকি সময়টুকু সম্ভবত ওবেরহয়জেনে সি লাইফ সেন্টারের অ্যাকুরিয়ামেই পার করবে। তাকে সামনের দিনগুলোতে হয়তো আর পতাকাযুক্ত খাবারের বাক্স থেকে খাবার খেতে হবে না এবং তাকে ঘিরে সংবাদমাধ্যমের কর্মীদের ভিড়ও থাকবে না। অবসর সময়টি হয়তো অ্যাকুরিয়ামের পানিতে সাঁতার কেটেই পার করতে হবে পলকে। একজন বিজয়ী হিসেবে পলের এই অবসর গ্রহণকে স্বাগত। উইকিপিডিয়া।

Source : Prothom-alo.com