মান্নান ভূঁইয়ার অবস্থার অবনতি: হাসপাতালে বিএনপি নেতারা

ঢাকা অফিস : আবদুল মান্নান ভূঁইয়ার শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির সাবেক মহাসচিবের জ্বরের মাত্রা কমছে না বলে তার চিকিৎসকেরা জানিয়েছেন। মান্নান ভূঁইয়ার চিকিৎসক মির্জা নাজিমউদ্দিন এড়ঁৎহধফর.পড়স কে বলেছেন, তার কিডনিতে রক্তক্ষরণ হচ্ছে। অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ কামরুজ্জামান চৌধুরীর নেতৃত্বে বৃহস্পতিবার রাতে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ড সদস্যরা কয়েকদফা তাকে দেখেছেন এবং ওষুধ পরিবর্তন করেছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। বুধবার এ রাজনীতিককে এয়ার এম্বুলেন্সে করে সিঙ্গাপুর থেকে ঢাকায় এনে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত বিশিষ্ট এ রাজনীতিবিদ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত জানুয়ারি থেকে তিনি কয়েক দফা এ হাসপাতালে চিকিৎসা নেন। মান্নান ভূঁইয়াকে সর্বশেষ সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় গত ৩১ মে। সেখানে কয়েক দফা কেমিওথ্যারাপি দেয়া হলেও তার অবস্থার উন্নতি না হওয়ায় তাকে দেশে নিয়ে আসা হয়। এদিকে দলের অসুস্থ্য সাবেক এ মহাসচিবকে দেখতে শুক্রবার দুপুরে বিএনপির সিনিয়র নেতারা স্কয়ার হাসপাতালে যান। এ সময় তারা তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং কিছুসময় সেখানে অবস্থান করেন। দুপুর সাড়ে ১২টায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও নজরুল ইসলাম খান অসুস্থ রাজনৈতিক সহকর্মীকে দেখতে যান। দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, মান্নান ভূঁইয়া ১১ বছর ধরে বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। সে জন্য আমরা তাকে দেখতে এসেছি। তিনি তার দ্রুত আরোগ্য কামনা  করেন এবং রাজনৈতিক এ সহকর্মীর জন্যে দেশবাসির কাছে দোয়া চান।