গৌরনদীতে ভূয়া সেনা কর্মকর্তা গ্রেফতার

গৌরনদী॥ বরিশালের গৌরনদী উপজেলার ইল্লা বাসষ্ঠ্যান্ড থেকে পুলিশ গতকাল সোমবার ভোররাতে এক ভুয়া সেনা কর্মকর্তাকে কাগজপত্র বিহীন একটি মোটরসাইকেলসহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতকে গতকাল সোমবার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।
পুলিশ জানায়, ঢাকা-বরিশাল মহাসড়কে গৌরনদী উপজেলার ইল্লা বাসষ্ঠ্যান্ডে রবিবার রাতে চেকপোস্ট বসায় হাইওয়ে থানা পুলিশ। সোমবার ভোররাতে একটি মোটরসাইকেলে একজন আরোহী চেকপোস্ট অতিক্রমকালে পুলিশ তার গতিরোধ করে। এ সময় মোটরসাইকেল আরোহী নিজেকে সেনা কর্মকর্তা পরিচয় দেন। পুলিশ সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে সেকোন সদূত্তর দিতে পারেননি। পরবর্তীতে পুলিশ (রংপুর-এ-৬৩০৫) কাগজপত্র বিহীন মোটরসাইকেলসহ ভুয়া সেনা কর্মকর্তা জামাল হাওলাদারকে (২৮) আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করে। তার বাড়ি বরগুনা সদরের গুলবুনিয়া গ্রামে। সে ওই গ্রামের শাহ আলম হাওলাদারের পুত্র।