গৌরনদীর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেদ্রে কর্মরত ৮ জন আনসার সদস্য ৬ মাস যাবত বেতন না পেয়ে মানবতার জীবন যাপন করছেন

গৌরনদী সংবাদদাতাঃ বরিশালের গৌরনদী উপজেলার বিভিন্ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে কর্মরত ৮ জন আনসার সদস্য দীর্ঘ ৬ মাস যাবত বেতন না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন। এমনকি তাদের রেশন প্রদান ও বন্ধ করে দিয়েছে বরিশাল জেলা আনসার ও ভিডিপি অফিস। আনসার সদস্যরা অভিযোগ করেন, বেতন ভাতা ও রেশনের জন্য বার বার উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ধরনা দিয়ে ও নিরাশ হয়েছেন তারা।

আনসার সদস্যরা জানান, ৫,৯৭৮ টাকা মাসিক বেতনে ২০০৯ সালের ২ এপ্রিল নৈশ প্রহরী হিসেবে তাদের নিয়োগ দেয়া হয়। রেশন হিসেবে প্রতিমাসে ২৮ কেজি চাল, ২৮ কেজি গম, ২ কেজি তৈল প্রদান করা হতো এছাড়া ও বছরে ২টি বোনাস পেতেন আনসার সদস্যরা। কিন্তু গত জুলাই মাস থেকে হঠাৎ করে বন্ধ করে দেয়া হয় তাদের বেতন ভাতা, রেশন ও বোনাস।

গৌরনদী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস সূত্রে জানাগেছে, গৌরনদী স্বাস্থ্য কেন্দ্রে ২ জন, মা ও শিশু কল্যান কেন্দ্রে ২ জন ও অন্যান্য উপ-স্বাস্থ্য কেন্দ্রে ৪ জন আনসার সদস্য নৈশ প্রহরী হিসেবে কর্মরত রয়েছেন।