বরিশাল পল্লি বিদ্যুৎ সমিতি বকেয়া বিল আদায়ে অভিযানে নামছে

শাহীন হাসান, বরিশালঃ বরিশালে পল্লি বিদ্যুৎ সমিতির প্রায় ৮ হাজার গ্রাহকের সাড়ে তিন কোটি টাকা বকেয়া বিল আদায় করতে আজ থেকে অভিযানে নামছে প্রশাসন। সকাল থেকে বেশ কয়েকটি টিম বরিশাল নগরীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালাবে। এর আগেও কর্তৃপক্ষ গ্রাহকদের একাধিকবার বিল পরিশোধের নোটিশ দিলেও গ্রাহকরা তা মানেনি। তাই বাধ্য হয়ে অভিযানে নামছে কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট সূত্র জানায়, বরিশাল পল্লি বিদ্যুৎ সমিতি বিক্রয় ও বিতরণ কেন্দ্র হ-এর আওতায় প্রায় এক লাখ গ্রাহক রয়েছে। এর মধ্যে বরিশাল সদর, মহানগর, উজিরপুর, বাবুগঞ্জ, গৌরনদী, আগৈলঝাড়া সহ এই সমিতির আওতাধীন প্রায় আট হাজার গ্রাহকের দীর্ঘ দিন পর্যন্ত বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। পল্লি বিদ্যুৎ সমিতি একাধিকবার নোটিশ প্রদান করেও বকেয়া আদায় করতে পারেনি। এদের মধ্যে আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সেচ বিভাগে টাকা বেশিরভাগ বকেয়া। ফলে বকেয়া বিল আদায় করার জন্য সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত গ্রহণ করে কর্তৃপক্ষ।

গতকাল বরিশাল সহ আঞ্চলিক এলাকাগুলোতে মাইকিং করে গ্রাহক ও সাধারণ মানুষকে বিষয়টি অবগত করা হয় পল্লি বিদ্যুৎ সমিতি-হ-এর পক্ষ থেকে। খোঁজ নিয়ে জানা যায়, আবাসিক বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের প্রায় ৮০ লাখ, বাণিজ্যিক বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের প্রায় এক কোটি, শিল্প ও সেচ বিভাগের প্রায় দুই কোটি টাকা বকেয়া পাওনা রয়েছে। যা বহুবার নোটিশ করে আদায় করা সম্ভব হয়নি।

বরিশাল পল্লি বিদ্যুৎ সমিতি বিক্রয় ও বিতরণ কেন্দ্রের সহকারী জেনারেল ম্যানেজার এএসএমএ হামিদ ও জেনারেল ম্যানেজার (অর্থ) মো. রুহুল আমিন জানিয়েছেন, প্রায় ৮ হাজার গ্রাহক দীর্ঘদিন বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করছেন না। তাদের প্রায় সাড়ে তিন কোটি টাকা পাওনা রয়েছে। সব ধরনের চেষ্টায় ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত সংযোগ বিচ্ছিন্ন করার অভিযানে নামতে বাধ্য হয়েছে। গতকাল সকাল থেকে বরিশালের একাধিক অঞ্চলে একযোগে অভিযান শুরু হয়েছে এবং বকেয়া টাকা পরিশোধ না করার অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে অভিযানের প্রথম দিনে প্রায় ৫০টি পরিবারের। অর্থ আদায়ে মামলা দায়ের করা হয়েছে অন্তত ৩০টি পরিবারের । এ নিয়ে গতকাল দিনভর গ্রাহক বনাম পল্লি বিদ্যুৎ কর্তাদের মধ্যে দফায় দফায় তর্ক-বির্তকে উত্তপ্ত হয়ে উঠেছে সংশ্লিষ্ট স্থান।