বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ছয়টি কেন্দ্রে

নিজস্ব সংবাদদাতাঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ সেশনের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার সময় ও কেন্দ্র ভিত্তিক আসন বিন্যাস করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার ড. মোঃ মুহসিন উদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত নগরীর ৬টি কেন্দ্রে  ‘ক’ ও ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল জিলা স্কুল, বরিশাল মডেল স্কুল এ্যান্ড কলেজ, সরকারী হাতেম আলী কলেজ, বরিশাল সরকারী মহিলা কলেজ এবং সরকারী বি.এম কলেজ। এ ছয়টি কেন্দ্রে ‘ক’ ও ‘খ’ ইউনিটে ৫ হাজার ১’শ ৮৫ জন পরীক্ষার্থী অংশগ্রহন করবে।

এছাড়া ‘গ’ ইউনিটের পরীক্ষা একইদিন বিকেল ৩ টায় আরম্ভ হয়ে ৪ টায় শেষ হবে। ‘গ’ ইউনিটের পরীক্ষার্থীদের জন্য মোট ৭টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। ওই সাতটি কেন্দ্রের আগের ৬টি থেকে ১টি বিয়োজন এবং ১টি নতুন কেন্দ্র সংযোজন করা হয়েছে। সংযোজন করা হয়েছে বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজ। আর বিয়োজন করা হয়েছে সরকারি বি.এম কলেজ। ‘গ’ ইউনিটে ৪ হাজার ৭’শ ৪০ জন পরীক্ষার্থী অংশগ্রহন করবে।