১০ ডিসেম্বর মেয়রের নেতৃত্বে নৌপরিবহন মন্ত্রীর সাথে সাক্ষাত

এম.মিরাজ হোসাইন, বরিশাল ॥ ঢাকা-বরিশাল নৌরুটে রোটেশন প্রথা বন্ধের দাবীতে করণীয় বিষয় সম্পর্কে গতকাল সোমবার এখানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিটি মেয়র শওকত হোসেন হিরনের উদ্যোগে সার্কিট হাউজে অনুষ্ঠিত এ সভায় এখানকার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে সকলের মতামত গ্রহণের পর সর্বসম্মতিক্রমে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। এসব সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১০ ডিসেম্বরের মধ্যে মেয়র শওকত হোসেন হিরনের নেতৃত্বে পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে একটি প্রতিনিধি দল নৌপরিবহন মন্ত্রী, লঞ্চ মালিক সমিতি ও বিআইডব্লিউটিএ’র সাথে বৈঠক করে রোটেশন প্রথা বন্ধের দাবী জানাবেন। নৌপরিবহন মন্ত্রণালয় দক্ষিণাঞ্চলবাসীর এ দাবী পূরণ না করলে পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাত করে বিষয়টি তাকে অবহিত করা হবে। কোনো উপায় খুঁজে না পেলে রাজপথে নেমে রোটেশনের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন-কর্মসূচী ঘোষণা করা হবে।

বৈঠকে বক্তৃতা করেন শিক্ষাবিদ প্রফেসর মোঃ হানিফ, শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে, ওয়ার্কার্স পার্টির শান্তি রঞ্জন দাস, সম্মিলিত সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি নজরুল ইসলাম চুন্নু, মানবাধিকার জোটের সভাপতি ডাঃ সৈয়দ হাবিবুর রহমান, মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক লস্কর নূরুল হক, কোতয়ালী থানা আওয়ামী লীগের আহবায়ক ভিপি আনোয়ার হোসাইন, গ্রুপ থিয়েটার ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য সৈয়দ দুলাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিন্টু বসু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন বাশার, শিক্ষক নেতা অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, লঞ্চ মালিক সমিতির সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস।

এসময় উপস্থিত ছিলেন, ডিআইজি ডাঃ আব্দুর রহিম, জেলা প্রশাসক এএসএম আরিফ উর রহমান, পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য্য, উপ-পুলিশ কমিশনার জিল্লুর রহমান, মহিউদ্দিন মানিক (বীর প্রতীক) ও বাস মালিক সমিতির সভাপতি আজিজুর রহমান শাহীন।