চাঙ্গা হচ্ছে বরিশাল মহানগর ছাত্রদল

শাহীন হাসান, বিশেষ প্রতিনিধি ॥ ক্ষমতায় থাকা সত্ত্বেও অভ্যন্তরীণ কোন্দলের কারণে ছাত্রলীগ চাঙ্গা হতে না পারলেও চাঙ্গা হতে চলেছে ছাত্রদল। শুধুমাত্র পূর্ণাঙ্গ কমিটির অভাবে ছাত্রলীগের কর্মীরা তাদের স্পৃহা হারাতে বসলেও বিপরীতে জমজমাট হতে শুরু করেছে ছাত্রদল। ইতোমধ্যে বিএনপির এই অঙ্গসংগঠন মহানগর ছাত্রদল ওয়ার্ড ভিত্তিক তাদের কর্মী সভা শুরু করেছে। ইতোমধ্যে নগরীর ২৭নং ওয়ার্ডের কর্মী সভা সম্পন্ন করা হয়েছে। চলতি সপ্তাহে এ ওয়ার্ডের কমিটিও ঘোষণা করার সম্ভাবনা রয়েছে।

ছাত্রদলের একটি সূত্র জানিয়েছে, টার্গেট ছিল প্রথমে কলেজগুলোর কর্মী সভা সম্পন্ন করে তারপর ৩০টি ওয়ার্ডের কর্মী সভা সম্পন্ন করা। কিন্তু কোরবানি ইদের ছুটির জন্য তা করা সম্ভব হবে না। এ কারণে আগামী মাসের মধ্যে ৩০টি ওয়ার্ডের কর্মী সভা সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে মহানগর ছাত্রদল। উদাহরণ স্বরুপ সূত্রটি জানিয়েছে, গত ২০ অক্টোবর পলিটেকনিক ছাত্রদলের কর্মী সভা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে আবি ৭টি কলেজের সাথে এটিরও কর্মী সভা করা হবে। তবে শুরুতে ৩০টি ওয়ার্ডের মধ্যে ২৭নং ওয়ার্ড, ২২নং ওয়ার্ড, ২৩নং ওয়ার্ড ও ২৪নং ওয়ার্ডের কর্মী সভা সম্পন্ন করা হবে। সূত্র আরো জানিয়েছে, ৮টি কলেজের মধ্যে ৩টি কলেজের সম্ভাব্য সভাপতি ও সম্পাদক প্রার্থীদের তালিকায় রয়েছে হাতেম আলী কলেজের বেলায়েত ও টিটু। সম্পাদকের তালিকায় রয়েছে তুষার, পলিটেকনিক কলেজের সম্ভাব্য সভাপতির তালিকায় রয়েছে বাবু ও তানজিল, সম্পাদকের তালিকায় রয়েছে আকাশ ও এমি। কমার্শিয়াল কলেজের সম্ভাব্য সভাপতির তালিকায় রয়েছে এনামুল হক ও রনি।

এ বিষয়ে মহানগর ছাত্রদলের আহবায়ক খন্দকার আবুল হোসেন লিমন, যুগ্ম আহবায়ক মশিউর রহমান মঞ্জু ও আরিফুল ইসলাম জনি জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যে ইনশাআল্লাহ ৩০টি ওয়ার্ড ও ৮টি কলেজের কর্মী সভা সম্পন্ন করে কমিটি ঘোষণা করা হবে। সভাপতি ও সম্পাদক নির্বাচনের বিষয়ে তারা জানান, সংগঠন চালাতে সক্ষম, মেধাবী, সৎ ও পরিশ্রমী ছাত্রনেতারাই সভাপতি ও সম্পাদক পদে অগ্রাধিকার পাবে।