জাতি আজ ক্লান্তিকাল অতিক্রম করছে -জাপা মহাসচিব

উম্মে রুম্মান, বরিশাল ॥ জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, জাতি আজ ক্রান্তিকাল অতিক্রম করছে । এর থেকে উত্তোরনের জন্য জাপা নেতা কর্মীদের ঐক্যদ্ধ ভাবে কাজ করতে হবে । তিনি বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে একক ভাবে অংশ নিতে দলের নেতাকর্মীদের এখন থেকেই কাজ চালিয়ে যেতে হবে । আজ শুক্রবার সকালে বরিশাল সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।

লক্ষিপুর-ভোলা ও পটুয়াখালীর মধ্যে নতুন নৌ ও সড়ক পথ নির্মানের সমভাব্যতা যাচাইয়ের জন্য তিনি ঢাকা থেকে এলজিইডি ও পানিউন্নয়ন বোর্ডের বিশেষজ্ঞ দল নিয়ে ঐ সকল সম্ভাব্য স্থান পরিদর্শন পূর্বে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ।

জাপা মহাসচিব আরো বলেন, বরিশাল অঞ্চলের উন্নয়নে সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ যে ভূমিকা রেখেছেন পরবর্তী সরকার গুলো তার সিকি ভাগ কাজও করেনি । তাই জনগন আবার জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায় । জাপা ক্ষমতায় এলে দেশের সার্বিক উন্নয়ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন । এসময় উপস্থিত ছিলেন জাপা প্রেসিডিয়াম সদস্য নাছরিন জাহান রত্না আমিন এমপি, বরিশাল জেলা জাপার সভাপতি অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, মহানগর সভাপতি কাউন্সিলর জসিম উদ্দিন  প্রমূখ । পরে রুহুল আমিন হাওলাদার ঐ প্রতিনিধি দল নিয়ে সম্ভাব্য এস্থান পরিদর্শনে যান।