গৌরনদী পৌরসভায় পানির জন্য হাহাকার

বরিশালের গৌরনদী পৌরসভার পানির পাম্প বিকল হওয়ায় গত সাতদিন থেকে পৌর সদরের একটি হাসপাতাল, একটি মা ও শিশু কল্যান কেন্দ্র, হাইওয়ে থানাসহ পৌরসভার বিভিন্ন এলাকায় পানি সরবরাহ বন্ধ রয়েছে। গ্রাহকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পানির পাম্পটি বিকল অবস্থায় থাকলেও কর্তৃপক্ষ সেটি মেরামত করার জন্য তরিৎ গতিতে কোন ব্যবস্থা গ্রহন করেননি। জনগুরুতপূর্ণ এলাকায় পানি সরবরাহ বন্ধ থাকায় পৌর সদরের দুইটি হাসপাতালের রোগীসহ পৌরবাসীর চরম দুভোর্গ পোহাতে হচ্ছে। দীর্ঘদিন থেকে পানির পাম্পটি বিকল হয়ে পানি সরবরাহ বন্ধ থাকলেও কর্তৃপক্ষ এখন বলছেন আগামী দু’একদিনের মধ্যেই বিকল পাম্পটি মেরামত করা সম্ভব হবে।

এ ব্যাপারে গৌরনদী পৌরসভার মেয়র নুরে আলম হাওলাদার ও পানির তদারকি কাজে নিয়োজিত মোঃ আমিরুল ইসলামের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্ঠা করেও তাদের পাওয়া যায়নি। পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসাঈন তুষার জানান, পৌর সদরের গৌরনদী বাসষ্ঠ্যান্ডের পানির পাম্পটি হঠাৎ করে বিকল হয়ে যায়। ফলে পাম্পের আওতাধীন দুটি হাসপাতাল, থানাসহ পানির গ্রাহকদের পানি সরবরাহ বন্ধ রয়েছে। তিনি আরো জানান, পৌরসভার টেকনিশিয়ানরা পাম্পটির যান্ত্রিক ত্র“টি চিহিৃত করেছেন। ঢাকা থেকে পাম্পটির যন্ত্রাংশ ক্রয় করে নিয়ে আসার পরই আগামি দু’একদিনের মধ্যে পাম্পটি সচল করা সম্ভব হবে বলেও তিনি উল্লেখ করেন।