গাঁজা সেবনে বাঁধা দেয়ায়…

করতে আর নিজের দোষ অন্যের ঘারে চাঁপাতে মন্দিরের মুর্তি সরিয়ে নিরহ মানুষদের হয়রানির ফন্দি এটেছে গাঁজা সেবীরা। ঘটনাটি বরিশালের আগৈলঝাড়া উপজেলার পাকুরিতা গ্রামের।

অভিযোগ ও এলাকা সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের পাকুরিতা গ্রামের বিলাশ বিশ্বাস কয়েক বছর পূর্বে তার নিজ বাড়ির আঙ্গিনায় গণেশ পাগলের মন্দির স্থাপন করে রাত-বেরাতে বহিরাগত লোকজন নিয়ে পাগলের সেবা দানের নামে গাঁজার আসর বসায়। এমনকি স্কুল কলেজগামী ছাত্ররা এ মরন নেশায় আসক্ত হয়ে ওইস্থানে ভিরছে। এলাকাবাসি একাধিকবার এ পথ পরিহার করতে বললেও বিলাসের গাঁজা বাহিনীর পরামর্শে এ পেশায় বহাল তবিয়তে রয়েছেন। গত ২৭ ডিসেম্বর স্থানীয় চা বিক্রেতা নারায়ন জয়ধরের দোকানঘর স্থানান্তর সংক্রান্ত বিষয়ে ইউপি সদস্য অমল জয়ধরসহ গন্যমান্যরা শালিস বৈঠক বসলে গাঁজা সেবনের বিষয়টি উঠে আসলে বিলাস ও তার সহযোগীরা মেম্বর ও উপস্থিত লোকজনের ওপর হামলা চালায়। নিজের দোষ অন্যের ঘারে চাপিয়ে দিতে ওই রাতেই বিলাস মান্দিরের গণেশ পাগলের মূর্তি কাত করে ফেলে রেখে তার জুরিদারদের দিয়ে এলাকাবাসীর বিরুদ্ধে মূর্তি ভাঙ্গার অপপ্রচার চালায়। গতকাল এ বিষয়ে ইউপি সদস্য অমল জয়ধর ও বিলাস পৃথক ভাবে থানায় অভিযোগ দায়ের করেছেন।