ঝালকাঠির এক পুলিশ কর্তার বরিশালে দখল সন্ত্রাস

তটস্থ বরিশাল নগরীর একটি পরিবার।তাদের ভোগ দখলীয় সম্পত্তি জোরপূর্বক দখলে নেয়ার পায়তারার অভিযোগে ভুক্তভোগী পরিবার বরিশাল বিমান বন্দর থানায় একটি সাধারন ডায়রীও করেছেন।

জানা গেছে, ১৯৯২ সালে বরিশাল শহরতলীর লাকুটিয়া এলাকার হানিফ হাওলাদারের নিকট থেকে ৫ শতাংশ জমি ক্রয় করেন নগরীর সদর হাসপাতাল রোডের বাসিন্দা মাওলানা মোখলেচুর রহমানের স্ত্রী মিসেস রোকেয়া বেগম। এরপর রোকেয়া বেগম ওই সম্পত্তি ভোগ দখল করে আসছিল। সম্প্রতি হানিফ হাওলাদার, ভাই মোজাহার হাওলাদার, মোজাহারের পুত্র কামাল হাওলাদার ও পুলিশে কর্মরত জাকির হোসেন বিক্রি করা সম্পত্তি ফেরৎ চায়। তাদের নিকট যে মুল্যে বিক্রি করেছে সেই মূল্যের বিনিময়ে জমি ফেরৎ দিতে বলে। পাশাপাশি সেখানে রোকেয়া বেগমের নির্মিত ভবনে কোন ভাড়াটিয়াও তুলতে দিচ্ছে না হানিফ ও জাকির হোসেন। এ নিয়ে মঙ্গলবার উভয়ের মাঝে বাকবিতন্ডাও হয়েছে। রোকেয়া বেগমের পরিবারকে দেখিয়ে দেবার হুমকী দিয়েছে জাকির ও হানিফ। এমনকি স্থানীয় ইউসুফ নামের এক ব্যাক্তি রোকেয়া বেগমের বাসায় ভাড়াটিয়া তুলে দেয়ার চেষ্টা করলে তাকে বেদম মারধর করেছে হানিফ ও তার সহযোগীরা।

এদিকে মঙ্গলবার বিকেলে রোকেয়া বেগম বাদী হয়ে তিন জনকে আসামী করে বিমান বন্দর থানায় সাধারন ডায়রী করেছেন। আসামীরা হলো হানিফ, মোজাহার ও কামাল হাওলাদার। এ বিষয়ে এএসআই জাকির হোসেনের ব্যাক্তিগত সেল ফোনে একাধিক বার ডায়াল করা হলে বন্ধ পাওয়া গেছে।