মুক্ত বাতাসের স্বাদ পেলেন জুলিয়ান অ্যাসাঞ্জ

১৫ হাজার ২৮০ ডলার পরিশোধের মাধ্যমে শর্ত সাপেক্ষে মুক্ত হলেন অ্যাসাঞ্জ। তিনি ১১ জানুয়ারিতে আরেক দফা শুনানি না হওয়া পর্যন্ত জামিনে মুক্ত থাকবেন। মুক্ত হয়ে অ্যাসাঞ্জ বললেন, আমি আমার কর্মতৎপরতা চালিয়ে যাব এবং নিজেকে নির্দোষ প্রমাণে সক্ষম হবো।

উল্লেখ্য, উইকিলিকস এ যুক্তরাষ্ট্রের গোপন তথ্য প্রকাশের পর অ্যাসাঞ্জের বিরুদ্ধে সুইডেনের আদালতে যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়। সেই সূত্র ধরেই ৭ ডিসেম্বর লন্ডনে অ্যাসাঞ্জকে গ্রেফতার করা হয়।

অ্যাসাঞ্জ মুক্ত হওয়ায় তার মা আনন্দ প্রকাশ করেন এবং সমর্থকদের ধন্যবাদ জানান। তবে অ্যাসাঞ্জ মুক্ত হলেও তবে অ্যাসাঞ্জ মুক্ত হলেও তাকে ইলেকট্রনিক ট্যাগ পরিধান করতে হবে এবং প্রতিদিন রিপোর্ট করতে হবে পুলিশের নিকট।

-টেকনোলজি টুডে নিউজ ডেস্ক তথ্যসূত্র: বিবিসি