ঢাক-ঢোল ছাড়াই বরিশালে মনোনয়নপত্র জমা দিলেন প্রার্থীরা

শোভাযাত্রাও ছিলোনা। প্রার্থীরা দু’চারজন সমর্থকদের নিয়েই তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল বুধবার ছিলো মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন। ওইদিন সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত একটানা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাচন অফিসারের কাছে পৌরসভার মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সূত্রমতে, বুধবার দুপুরে গৌরনদী পৌরসভায় মেয়র পদপ্রার্থী হিসেবে মহাজোটের হারিছুর রহমান হারিছ মনোনয়নপত্র জমা দেন। এসময় তার সাথে ছিলেন স্থানীয় সংসদ সদস্য এডভোকেট তালুকদার মোঃ ইউনুস, উপজেলা চেয়ারম্যান শাহ আলম খান, আওয়ামীলীগ নেতা কালিয়া দমন গুহ। চারদলীয় জোটের নুরুল ইসলাম নুর আলম হাওলাদার, স্বতন্ত্র প্রার্থী হিসেবে গোলাম মনির মিয়া মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া পৌরসভার ৯টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে ৫৫ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মুলাদী পৌরসভায় মনোনয়নপত্র জমা দিয়েছেন মেয়র প্রার্থী হিসেবে মহাজোটের সফিকুজ্জামান রুবেল, চারদলীয় জোটের হারুন-অর রশিদ খান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে শুক্কুর আহম্মেদ খান। কাউন্সিলর প্রার্থী হিসেবে ২৬ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হিসেবে ১০জন। বানারীপাড়া পৌরসভায় মনোনয়নপত্র জমা দিয়েছেন মেয়র প্রার্থী হিসেবে মহাজোটের অধ্যাপক মন্টু লাল কুন্ড, চারদলীয় জোটের মাহবুবুর রহমান, আওয়ামীলীগ সমর্থক গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা, মাহমুদ হোসেন মাখন, স্বতন্ত্র এম.এ মোতালেব, এস.এম হারুন ও জালিত মাহমুদ।  কাউন্সিলর প্রার্থী হিসেবে ২৪ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হিসেবে ১২ জন।

বাকেরগঞ্জ পৌরসভায় মনোনয়নপত্র জমা দিয়েছেন মেয়র প্রার্থী হিসেবে মহাজোটের লোকমান হোসেন ডাকুয়া, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মাহবুব আলম, চারদলীয় জোটের মতিউর রহমান মোল্লা ও বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে নাসির উদ্দিন জমাদ্দার। কাউন্সিলর প্রার্থী হিসেবে ২৯ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হিসেবে ১৩ জন। মেহেন্দীগঞ্জ পৌরসভায় মনোনয়নপত্র জমা দিয়েছেন মেয়র প্রার্থী হিসেবে মহাজোটের কামাল উদ্দিন খান, চারদলীয় জোটের সাহাবুদ্দিন হিমু। কাউন্সিলর প্রার্থী হিসেবে ৪১ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হিসেবে ১২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

উল্লেখ্য, আগামি ১৮ ডিসেম্বর কাউন্সিলরদের ও ১৯ ডিসেম্বর মেয়র প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দিন ও ২৭ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ধার্য্য করা হয়েছে।