আগৈলঝাড়ায় যুবদলের কমিটি বিলুপ্তির ঘটনায় ক্ষোভ ও অসন্তোষ

ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে প্রতিবাদ সভা করেন। পরষ্পর বিরোধী বক্তব্য। উপজেলায় যুবদল দু’গ্রুপে বিভক্ত হয়ে পরেছে। উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি মেনে নিতে পারেননি সাবেক কমিটির সভাপতি আলী হোসেন ভূঁইয়া স্বপনসহ অনেকে। আহ্বায়ক আরিফ হোসেন ফিরোজের সভাপতিত্বে জরুরী এক সভার মধ্যদিয়ে ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তা অসাংগঠনিক বলে দাবী করছেন সাবেক সভাপতি। আরিফ হোসেন ফিরোজ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে সাংবাদিকদের জানান, গত ২৪ সেপ্টেম্বর শুক্রবার উপজেলার পূর্ব সূজনকাঠী মজিদবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় হলরুমে উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফ হোসেন ফিরোজের সভাপতিত্বে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সর্বসম্মতিক্রমে উপজেলার ৫টি ইউনিয়ন ও ৪৫টি ওয়ার্ডের যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। ওই সভায় আরোও সিদ্ধান্ত নেয়া হয় আগামী ১০ দিনের মধ্যে উক্ত ইউনিয়ন ও ওয়ার্ডের পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।

অপরদিকে আলী হোসেন ভূঁইয়া স্বপন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের জানান, গতকাল শনিবার ২৫ সেপ্টেম্বর আগৈলঝাড়া উপজেলা যুবদল সভাপতি আলী হোসেন ভূঁইয়া স্বপনের সভাপতিত্বে উপজেলা বিএনপির সহ-সভাপতি কবির হোসেন তালুকদারের বাড়িতে এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বক্তারা বলেন, আগৈলঝাড়া উপজেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি রয়েছে। এমতাবস্থায় আরিফ হোসেন ফিরোজের উপজেলা যুবদলের আহ্বায়ক অবৈধ। আরিফ হোসেন যে সভা করে ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন তাও সাংগঠনিকভাবে অবৈধ। ওই সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ- সভাপতি কবির হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক এসএম আফজাল হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুল ইসলাম মাহাবুবসহ অনেকে।

বরিশাল জেলা উত্তর যুবদলের সভাপতি মো. কবির আফসারী ও সাধারণ সম্পাদক মো. বদিউজ্জামান মিন্টু স্বাক্ষরিত এক কাগজে আগৈলঝাড়া উপজেলা যুবদল আহ্বায়ক আরিফ হোসেন ফিরোজ ও যুগ্ম সম্পাদক মো. আবুল মোল্লাসহ ৩১ সদস্য বিশিষ্ট এক আহ্বায়ক কমিটি অনুমোদন করেন। এবিষয়ে মো. বদিউজ্জামান মিন্টু কমিটির সত্যতা স্বীকার করলেও কবির আফসারীর স্বাক্ষর থাকা সত্বেও তিনি তা অস্বীকার করেন। আর একারণে আগৈলঝাড়ায় যুবদল দু’গ্রুপে বিভক্ত হয়ে পরে। একপর্যায়ে এটা মুখোমুখি রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেয়। এরপরে বরিশাল জেলা উত্তর বিএনপির যুগ্ম সম্পাদক আবুল হোসেন লাল্টু ও বরিশাল জেলা উত্তর যুবদল সাংগঠনিক সম্পাদক শাহ মো.বক্তিয়ারের সমন্বয়ে উভয় গ্রুপকে নিয়ে সমঝোতা করা হয়। এ সমঝোতা হলেও পরবর্তীতে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদকের গ্রুপ থেকে আলী হোসেন ভূঁইয়া স্বপনকে আহ্বায়ক করে আরেকটি কমিটি জেলা উত্তর যুবদলের কাছে জমা দিয়েছে। যা এখন পর্যন্ত অনুমোদিত হয়নি বলে বিশ্বস্তসূত্রে জানা গেছে। এবিষয়ে আরিফ হোসেন ফিরোজের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাকে জেলা কমিটি সাংগঠনিকভাবে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করার অনুমোদন দিয়েছে। তাই আমরা  সাংগঠনিকভাবেই আনুষ্ঠানিক সভার মাধ্যমে ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছি।