আজ পবিত্র শবে মেরাজ

আজ পবিত্র শবে মেরাজ। এই দিনে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:) মহান আল্লাহপাকের দিদার লাভ করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় মুসলিম জাহানের সঙ্গে এদেশের ধর্মপ্রাণ মুসলমানরা আজ কোরআনখানি, জিকির আসকার, ওয়াজ মাহফিল, দোয়া-দুরুদ পাঠ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে পবিত্র শবে মেরাজ পালন করবেন। ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠান এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। উল্লেখ্য, সূর্যাস্তের সঙ্গে সঙ্গে শুরু হয় লাইলাতুল মেরাজের রাত অর্থাৎ ঊর্ধ্বলোকে পরিভ্রমণ। এ রাত অতি পবিত্র ও মহান আল্লাহতায়ালার খাস রহমত সমৃদ্ধ। ৬২০ খৃস্টাব্দের পবিত্র এ রাতে মহানবী (সা:) মহান আল্লাহতায়ালার খাস রহমতে প্রথমে পবিত্র মক্কা মুকাররমার কাবা শরীফ থেকে জেরুজালেমে অবস্থিত বায়তুল মোকাদ্দাস বা মসজিদুল আকসায় গমন করেন। সেখানে জামাতে ইমামতি করে তিনি ঊর্ধ্বলোকে গমন করেন।